18 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫

অসাধারণ এক মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে অসাধারণ এক মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টিতে ৫০০ উইকেটের ক্লাবে নাম লেখালেন এই অলরাউন্ডার।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) আন্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলতে নেমে এই কীর্তি গড়েন সাকিব। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ২ ওভারে ১১ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন তিনি।
এতে টি-টোয়েন্টি ক্রিকেটে তার উইকেট সংখ্যা দাঁড়াল ৫০২-এ।
তার ৩ উইকেটে ভর করে সেন্ট কিটসকে ১৩৩ রানে আটকে দেয় অ্যান্টিগা। জবাবে ১৯.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৭ রান তোলে জয় নিশ্চিত করে সাকিবের দল। ব্যাট হাতে অবদান রাখেন সাকিব।
১৮ বলে ২৫ রানের কার্যকর ইনিংস খেলেন এই অলরাউন্ডার। এই দারুণ অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।
এই মাইলফলকে পৌঁছানোর পর সাকিব এবার আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান, দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ইমরান তাহির এবং প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ তারকা ডোয়াইন ব্রাভো ও সুনিল নারিনের সঙ্গে নাম যুক্ত করেছেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...