- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
খবরের দেশ ডেস্ক :
প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে অসাধারণ এক মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টিতে ৫০০ উইকেটের ক্লাবে নাম লেখালেন এই অলরাউন্ডার।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) আন্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলতে নেমে এই কীর্তি গড়েন সাকিব। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ২ ওভারে ১১ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন তিনি।
এতে টি-টোয়েন্টি ক্রিকেটে তার উইকেট সংখ্যা দাঁড়াল ৫০২-এ।
তার ৩ উইকেটে ভর করে সেন্ট কিটসকে ১৩৩ রানে আটকে দেয় অ্যান্টিগা। জবাবে ১৯.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৭ রান তোলে জয় নিশ্চিত করে সাকিবের দল। ব্যাট হাতে অবদান রাখেন সাকিব।

