- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
বিনোদন ডেস্ক :
এর আগে বেশ কয়েকবার ফোবানায় আমন্ত্রণ পেয়েছেন চিত্রনায়িকা অধরা খান। কিন্তু শুটিং-শিডিউলসহ নানা কারণে যেতে পারেননি তিনি। তবে এবার ব্যাটে বলে মিলে গেল। প্রথমবারের মতো শুধু দেশের বাইরেই নয়, ফোবানাতেও প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রী।
অবশ্য এখন কানাডায় রয়েছেন অধরা খান। সোমবার সেখান থেকে খবরটি জানিয়ে বললেন, ‘এই প্রথম দেশের বাইরের কোনো প্রোগ্রামে অংশ নিতে যাচ্ছি। এর আগে নানা কারণেই অনেক প্রোগ্রামেই অংশ নেওয়া হয়নি। এমনকি ফোবানাতেই টানা চারবার আমন্ত্রণ পেয়েও অংশ নিতে পারিনি।
এবার বিদেশের মাটিতে প্রথম নিজের ভাষার অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছি।’
চলতি মাসের ২৮, ২৯ ও ৩০শে আগস্ট কানাডার মন্ট্রিয়েলে হতে যাওয়া ফোবানা সম্মেলনে অংশ নেয়ার সুযোগ এলো তার। গতকালই সুখবরটি জানিয়ে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন এ নায়িকা।
এদিকে, ‘ঋতুকামিনী’ নামে একটি সিনেমার শুটিং ডাবিং শেষ করেছেন অধরা।

