18 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫

ফতুল্লা স্টেডিয়ামের করুণ অবস্থা দেখে কান্না চলে এসেছে বলে মন্তব্য করেছেন বুলবুল

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামের করুণ অবস্থা দেখে কান্না চলে এসেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। রোববার দুপুরে নারায়ণগঞ্জ সদরের ইসদাইর এলাকায় জেলা ক্রীড়া কমপ্লেক্সে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এই শহরের সঙ্গে খেলোয়াড়ি জীবনের স্মৃতির কথাও তুলে ধরেন।
জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ক্রিকেট ডেভেলপমেন্ট অ্যান্ড আইডিয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিসিবি সভাপতি। এর আগে তিনি ফতুল্লা স্টেডিয়ামের নির্মাণকাজ পরিদর্শন করেন।
আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘এই নারায়ণগঞ্জ আমাদের জন্য আইডল ছিল। কেননা এখানের ক্রিকেটের ইতিহাস বেশ বড়ো। আমি যখন ক্রিকেট খেলা শিখছিলাম, তখন নারায়ণগঞ্জের সঙ্গে আমার সুসম্পর্ক গড়ে ওঠে। তখন এখানে বিভিন্ন লিগ হতো। নারায়ণগঞ্জের বিভিন্ন ক্লাবে তখন খেলা হতো। নারায়ণগঞ্জের অসংখ্য খেলোয়াড় ঢাকায় গিয়ে খেলতেন।’
এখনো নারায়ণগঞ্জে ক্রিকেটের প্রতি আগ্রহ দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, ‘এখানে আসার আগে আমি ফতুল্লা স্টেডিয়ামে গিয়েছিলাম। স্টেডিয়ামটির করুণ অবস্থা দেখে আমার কান্না চলে আসছে। এখানে একসময় অসংখ্য জাতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। অথচ এই মাঠটির অবস্থা বর্তমানে অত্যন্ত করুণ।’
ক্ষুদে ক্রিকেটারদের উদ্দেশে বিসিবি সভাপতি বলেন, ‘ক্রিকেট জীবনের ছোট্ট একটি অংশ। আমার সামনে আজ ভবিষ্যতের ক্রিকেটাররা বসে আছেন। আমি জানি, এখানে সম্ভাবনাময় অনেক খেলোয়াড় আছে, যারা আগামী দিনের তামিম-সাকিব হবে। আমার ইচ্ছা নারায়ণগঞ্জে একটি ইনডোর স্টেডিয়াম করার। তাহলে ক্রিকেট খেলোয়াড়রা সবসময় খেলার মধ্যে থাকতে পারবেন।’
নারায়ণগঞ্জে এসে তিনটি উইকেট দেখার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনা এখানে অন্তত ২০টা উইকেট বানানোর। আমাদের সময় বছরের নির্দিষ্ট সময় ক্রিকেট খেলা হতো। এখন ১২ মাসই খেলা হয়। খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি কোচিংয়ের সুযোগ-সুবিধা বাড়ানোর চেষ্টা করবো। আশা করছি, আগামী এক দেড় বছরের মধ্যেই নারায়ণগঞ্জে এই উন্নয়ন করবো।’
নারায়ণগঞ্জের খেলোয়াড়দের বিভিন্ন লেভেলে খেলার জন্য ঢাকায় যেনো যেতে না হয়, সে জন্য এখানেই তারা কোচ পাবেন উল্লেখ করে আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘সবকিছুই আমাদের পাইপলাইনে আছে। আমি আজ যেসব কথা বলছি, তা যেনো বাস্তবায়ন করতে পারি সেজন্য দোয়া করবেন। আমি আত্মবিশ্বাসের সঙ্গে এসব কাজের কথা বলছি। কারণ আইসিসিতে থাকাকালে আমি এই কাজগুলোই করে এসেছি।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। সেখানে আরও উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন, মডেল গ্রুপের মালিক ও সিসিডিএমের সহ-সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নারায়ণগঞ্জ জেলার সভাপতি জাকারিয়া ইমতিয়াজ, সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান বিদ্যুৎ প্রমুখ।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...