- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
খবরের দেশ ডেস্ক :
নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামের করুণ অবস্থা দেখে কান্না চলে এসেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। রোববার দুপুরে নারায়ণগঞ্জ সদরের ইসদাইর এলাকায় জেলা ক্রীড়া কমপ্লেক্সে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এই শহরের সঙ্গে খেলোয়াড়ি জীবনের স্মৃতির কথাও তুলে ধরেন।
জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ক্রিকেট ডেভেলপমেন্ট অ্যান্ড আইডিয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিসিবি সভাপতি। এর আগে তিনি ফতুল্লা স্টেডিয়ামের নির্মাণকাজ পরিদর্শন করেন।
আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘এই নারায়ণগঞ্জ আমাদের জন্য আইডল ছিল। কেননা এখানের ক্রিকেটের ইতিহাস বেশ বড়ো। আমি যখন ক্রিকেট খেলা শিখছিলাম, তখন নারায়ণগঞ্জের সঙ্গে আমার সুসম্পর্ক গড়ে ওঠে। তখন এখানে বিভিন্ন লিগ হতো। নারায়ণগঞ্জের বিভিন্ন ক্লাবে তখন খেলা হতো। নারায়ণগঞ্জের অসংখ্য খেলোয়াড় ঢাকায় গিয়ে খেলতেন।’

