- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
খবরের দেশ ডেস্ক :
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ দুটি ম্যাচের জন্য সোমবার রাতে ২৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তবে এবারও দলে জায়গা হয়নি ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের।
চোটের কারণে সান্তোস ফরোয়ার্ডকে দলে রাখেননি আনচেলত্তি। বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদের দুই তারকা ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগোও।
বরং ব্রাজিল দলে চমক—ওয়েস্ট হামের মিডফিল্ডার লুকাস পাকেতা। গত মে মাসে আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম পাকেতাকে স্কোয়াডে ডাক দিলেন তিনি।
সান্তোসের হয়ে নিয়মিত মাঠে নেমে জাতীয় দলে ফেরার অপেক্ষায় ছিলেন নেইমার। কিন্তু গত বৃহস্পতিবার অনুশীলনে ঊরুতে চোট পান ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড।
এরপর পরীক্ষা–নিরীক্ষায় মাংসপেশির ইনজুরি ধরা পড়ে। সান্তোস কর্তৃপক্ষ বিষয়টি ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে (সিবিএফ) জানায়। এর পরই নেইমারকে বাদ দিয়ে স্কোয়াড ঘোষণা করেন আনচেলত্তি।
নেইমারের চোট প্রসঙ্গে আনচেলত্তি বলেন, ‘গত সপ্তাহে নেইমার ছোটখাটো ইনজুরিতে পড়েছে।
শেষ দুটি ম্যাচ হবে ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তাই আমাদের সেরা অবস্থায় থাকা খেলোয়াড়দেরই প্রয়োজন। নেইমারের সামর্থ্য নিয়ে প্রশ্ন নেই, তবে আমরা তাকে শুধু সুস্থ অবস্থায়ই চাই।’
২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে হাঁটুর ইনজুরিতে পড়ার পর আর জাতীয় দলের জার্সি গায়ে ওঠেনি নেইমারের।
এদিকে গত জুলাইয়ে ইংল্যান্ডের এফএ লুকাস পাকেতার বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ তুলে নেওয়ার পর এবারই প্রথম দলে ডাক পেলেন ওয়েস্টহামের এই তারকা মিডফিল্ডার।

