| Your Ads Here 100x100 |
|---|
খবরের দেশ ডেস্ক :
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনে সেনাবাহিনীকে ‘স্টাইকিং ফোর্স’ হিসেবে মোতায়েনের যে ঘোষণা দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন, সে ব্যাপারে এক বিবৃতি দিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর।
‘বিশ্ববিদ্যালয় সমূহের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে’ শীর্ষক এই বিবৃতিতে বলা হয়েছে, “সম্প্রতি, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয় সমূহের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন সংক্রান্ত বিবিধ সংবাদ প্রচারিত হচ্ছে যা সেনাবাহিনীর দৃষ্টিগোচর হয়েছে।“
এ বিষয়ে বিবৃতিতে জানানো হয়, “সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে এ সকল নির্বাচন সমূহে দায়িত্ব পালনের বিষয়ে কোনো নির্দেশনা প্রদান করা হয়নি এবং ভবিষ্যতে এ ধরনের কোনো দায়িত্বে সম্পৃক্ত হবার সুযোগ নেই।”

