| Your Ads Here 100x100 |
|---|
খবরের দেশ ডেস্ক :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলে ভিপি হিসেবে সদস্য শেখ সাদী হাসান এবং জিএস পদে তানজিলা হোসাইন বৈশাখীকে মনোনীত করা হয়েছে৷
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য ছব্বিশ’ প্রাঙ্গণে প্যানেল ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া। প্যানেল ঘোষণা শেষে নেতাকর্মীরা ‘অদম্য ছব্বিশ’ প্রাঙ্গণে শ্রদ্ধা জানিয়ে ফুল দিয়েছেন।
সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে জাহিদ হাসান খাঁন, সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আবিদুর রহমান সহ-সাংস্কৃতিক সম্পাদক, মো. পারভেজ হাসান নিশান, নাট্য সম্পাদক পদে মো. আমিনুল ইসলাম,
তথ্য-প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে মো. জাবের হাসান মনোনীত হয়েছেন৷
সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন পদে মো. তাওহিদুর রহমান খাঁন, সহ-সমাজসেবা (পুরুষ) পদে শাকিল সর্দার, সহ-সমাজসেবা (নারী) পদে কাজী মৌসুমী আফরোজ, ক্রীড়া সম্পাদক পদে উজ্জ্বল হাসান, সহ-ক্রীড়া (পুরুষ) পদে রুহুল আমিন সুইট, সহ-ক্রীড়া (নারী) পদে মোছা. শাহানাজ পারভীন শানু, পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে জহিরুল ইসলাম, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক পদে মো. মমিনুল ইসলামকে মনোনীত করা হয়েছে৷
কার্যকরী সদস্য (পুরুষ) হামিদুল্লাহ সালমান, মেহেদী হাসান, এ. এম রাফিদুল্লাহ এবং কার্যকরী সদস্য (নারী) সুমাইয়া সুলতানা ছিয়া, হ্যাপি আক্তার শিলা এবং শায়লা সাবরীন নিঝুম মনোনীত হয়েছে।
প্যানেল ঘোষণার সময় কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া বলেন, ‘দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্বাচিত ছাত্র সংসদের দাবি ও আকাঙ্খা অত্যন্ত প্রবল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘ সময় ধরে ছাত্র সংসদ নির্বাচনের দাবি যথাযথ কর্তৃপক্ষের নিকট বারবার উত্থাপন করেছে। চব্বিশের গণঅভ্যুত্থানোত্তর শিক্ষাঙ্গনে এই দাবি আরও প্রবলতর হয়েছে। স্বৈরাচারবিরোধী লড়াই, নব্বইয়ের গণঅভ্যুত্থান, ওয়ান ইলেভেন, দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী লড়াই, চব্বিশের গণঅভ্যুত্থানের সম্মুখসারিতে নেতৃত্ব দেয়া শত শহীদের সংগঠন, দেশের শিক্ষার্থীদের বৃহত্তম ছাত্রসংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলও এই দাবির তীব্রতা ও আকাঙ্খা প্রবলভাবে অনুভব করে।
এ সময় তিনি আরো বলেন, ‘জুলাইয়ের গণঅভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ভূমিকা ও অংশগ্রহণ ছিল অবিস্মরণীয় এবং উল্লেখযোগ্য। নারী-পুরুষের সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করতে প্যানেলের শীর্ষপদসহ অন্যান্য পদে নারী প্রার্থীর উপস্থিতি রেখেছে জাতীয়তাবাদী ছাত্রদল।’

