20 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০২৫

বাগদান সারলেন দুবাইয়ের আলোচিত রাজকন্যা শেখা মাহরা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের কন্যা শেখা মাহরা মোহাম্মদ রাশেদ আল মাকতুম বাগদান সারলেন মার্কিন-মরক্কো বংশোদ্ভূত জনপ্রিয় র্যাপার ফ্রেঞ্চ মনটানার সঙ্গে।সম্প্রতি মাহরার এক প্রতিনিধি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন এ খবর। এর আগে চলতি বছরের জুনে প্যারিস ফ্যাশন উইকের মঞ্চেই মাহরাকে রোম্যান্টিক ভঙ্গিতে বিয়ের প্রস্তাব দেন ফ্রেঞ্চ মনটানা, যার আসল নাম করিম খারবুচ।
শেখা মাহরা দীর্ঘদিন ধরেই বিলাসী জীবনযাপনের জন্য আলোচনায় রয়েছেন।রাজপরিবারের কন্যা হয়েও তিনি নিজের সিদ্ধান্তে বেশ সাহসী। ২০২৩ সালে জাঁকজমকপূর্ণ বিয়ের পর ২০২৪ সালে বিচ্ছেদের ঘোষণা দিয়ে সাড়া ফেলেছিলেন তিনি। ইনস্টাগ্রামে স্বামীকে উদ্দেশ্য করে তীব্র বার্তাও দিয়েছিলেন। সেই সংসার থেকে তার একটি কন্যাসন্তান রয়েছে।
নতুন বাগদানের খবরে আবারও আলোচনায় এসেছেন শেখা মাহরা। তিনি ইতোমধ্যে নিজস্ব পারফিউম ব্র্যান্ড “Mahra M1” চালু করেছেন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ডিগ্রিধারী একজন তরুণ উদ্যোক্তা। অন্যদিকে, ফ্রেঞ্চ মনটানা হলিউডে তাঁর গানের জন্য বিশ্বব্যাপী পরিচিত।
বলা যায়, রূপকথার মতো এক রাজকন্যা ও গ্লোবাল তারকার মিলনে নতুন গল্প শুরু হলো দুবাইয়ের রাজপ্রাসাদে!
আপনার কি মনে হয়, এই সম্পর্ক রাজপরিবারে নতুন মাত্রা যোগ করবে?
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...