ফেসবুকে সুনেরাহ বহু ধরনের ছবি আপলোড করে আলোচনায় থাকেন । সম্প্রতি পাহাড় ঘেঁষা এক ছবি পোষ্ট করে লিখেন –রোড ট্রিপ’স । কেন লিখেছেন নেটিজেন রা তার কারন খুঁজছেন ।
বিটিভির তালিকাভুক্ত নৃত্যশিল্পী ছিলেন সুনেরাহ। সেখান থেকে এক পরিচিতজনের মাধ্যমে র্যাম্পে পথচলা শুরু। তখন তিনি নবম শ্রেণিতে পড়তেন। র্যাম্পে তার নজরকাড়া পারফরমেন্সের জন্য দেশের একটি বড় ফ্যাশন হাউজের মডেল হওয়ার জন্য ডাক পান তিনি। তবে বয়স কম হওয়ায় তখন কাজটি করতে পারেননি। পরবর্তীতে সে প্রতিষ্ঠানেরই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন সুনেরাহ।’
২০১১ সালে র্যাম্পের মাধ্যমে মডেলিংয়ে পথচলা শুরু করেন সুনেরাহ। এরপর কাজ করেছেন বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতে। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও বড় পর্দায় পা রেখেই প্রশংসিত হয়েছেন। ২০১৮ সালে প্রীতমের ‘রাজকুমার’ মিউজিক ভিডিওতে অভিনয়ের সুবাদে পরিচালক তানিম রহমান অংশু তাকে চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দেন। ২০১৯ সালে স্টার সিনেপ্লেক্স প্রযোজিত ও তানিম রহমান অংশু পরিচালিত ‘ন ডরাই’ সিনেমায় একজন সার্ফারের চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ নায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তার দ্বিতীয় সিনেমা ‘অন্তর্জাল’ যেখানে তিনি প্রথমবারের মত জুটি বেঁধেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদের সঙ্গে।এরপর কাজ করেছেন মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ ও রায়হান রাফীর পরিচালনায় ‘পরাণ’ ছবিতে।