- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
খবরের দেশ ডেস্ক :
টি-২০ বিশ্বকাপ জিতিয়ে ভারতের হেড কোচের দায়িত্বের সমাপ্তি টানেন রাহুল দ্রাবিড়। কিংবদন্তি ক্রিকেটার এরপর রাজস্থান রয়েলসের হেড কোচের দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু এক মৌসুম পরই পদত্যাগ করলেন তিনি।
কিছু কাঠামোগত পরবর্তন আনছে রাজস্থান রয়েলস। তারই অংশ হিসেবে রাহুলকে আরও বড় পদে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছিল রাজস্থান। তাতে সাড়া দেননি তিনি।
রাজস্থান রয়েলস সোস্যাল মিডিয়ায় এক পোস্টে বলেছে, ‘২০২৬ আইপিএল মৌসুমের আগে রাহুল দ্রাবিড় রাজস্থান রয়েলসের সঙ্গে তার চুক্তির ইতি টানছেন। তাকে ক্লাবের পক্ষ থেকে আরও বড় দায়িত্বের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি নাকচ করে দিয়েছেন। রাজস্থান রয়েলস, খেলোয়াড় এবং কোটি ভক্তের পক্ষ থেকে তাকে ধন্যবাদ।’

