18 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫

রাহুল দ্রাবিড়ের পদত্যাগ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
টি-২০ বিশ্বকাপ জিতিয়ে ভারতের হেড কোচের দায়িত্বের সমাপ্তি টানেন রাহুল দ্রাবিড়। কিংবদন্তি ক্রিকেটার এরপর রাজস্থান রয়েলসের হেড কোচের দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু এক মৌসুম পরই পদত্যাগ করলেন তিনি।
কিছু কাঠামোগত পরবর্তন আনছে রাজস্থান রয়েলস। তারই অংশ হিসেবে রাহুলকে আরও বড় পদে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছিল রাজস্থান। তাতে সাড়া দেননি তিনি।
রাজস্থান রয়েলস সোস্যাল মিডিয়ায় এক পোস্টে বলেছে, ‘২০২৬ আইপিএল মৌসুমের আগে রাহুল দ্রাবিড় রাজস্থান রয়েলসের সঙ্গে তার চুক্তির ইতি টানছেন। তাকে ক্লাবের পক্ষ থেকে আরও বড় দায়িত্বের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি নাকচ করে দিয়েছেন। রাজস্থান রয়েলস, খেলোয়াড় এবং কোটি ভক্তের পক্ষ থেকে তাকে ধন্যবাদ।’
রাজস্থান রয়েলসের সঙ্গে রাহুলের সম্পর্ক দীর্ঘ। ২০১১ সালে খেলোয়াড় হিসেবে যোগ দেন তিনি। ২০১২ ও ২০১৩ মৌসুমে দলটির অধিনায়ক ছিলেন। ২০১৪ সালে রাজস্থানের পরিচালক ও ২০১৫ সালে ছিলেন মেন্টর। রাহুল আইপিএলে কোচিং করাতে চাইলে তার সামনে কলকাতা নাইট রাইডার্স ও লক্ষ্নৌ সুপার জায়ান্টে যোগ দেওয়ার সম্ভাবনা আছে।
কেকেআর চন্দ্রকান্ত পন্ডিতকে ছাঁটাই করেছে। লক্ষ্নৌতেও নেই কোন হেড কোচ। রাজস্থানের বোর্ড ডাইরেক্টর হিসেবে কুমার সাঙ্গাকারা আছেন। দলটি আইপিএলের প্রথম আসর ২০০৮ সালে শিরোপা জিতলেও ২০২২ সাল ছাড়া ফাইনালে উঠতে পারেনি।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...