18 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫

অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ ‘এ’ দল হতাশ করেছে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ ‘এ’ দল হতাশ করেছে। টপ এন্ড টি-২০ সিরিজে জাতীয় দলে খেলাদের নিয়ে বাজে ক্রিকেট খেলেছিল নুরুল হাসান সোহানের দল। ১১ দলের লড়াইয়ে পয়েন্ট টেবিলে নয়ে থেকে শেষ করেছিল। এরপর একমাত্র চার দিনের ম্যাচে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে আড়াই দিনেই ইনিংস ও ১২ রানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল।
অথচ এই দলেও জাতীয় টেস্ট দলের ছয় ক্রিকেটার মাহমুদুল হাসান  জয়, শাহাদত হোসেন দিপু, মাহিদুল ইসলাম অঙ্কন, হাসান মাহমুদ, হাসান মুরাদ ও নাঈম হাসানরা খেলেছেন। ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলে জাতীয় দলে কড়া নাড়া অমিত হাসান, ইফতেখার ইফতিও ছিলেন ম্যাচে।
শেফিল্ড ফিল্ডের চ্যাম্পিয়ন সাউথ অস্ট্রেলিয়া শুরুতে ব্যাট করে প্রথম ইনিংস ৩৮০ রান তুলেছিল। জবাবে বাংলাদেশ ‘এ’ দল ব্যাটিং বিপর্যয়ে পড়ে। আন্তর্জাতিক ক্রিকেটারদের নিয়েও অলআউট হয় ১১৪ রানে। প্রথম ইনিংস থেকে ২৬৬ রানের লিড পাওয়া অস্ট্রেলিয়ার দলটি বাংলাদেশ ‘এ’ দলকে ফলোঅন করিয়ে দ্বিতীয়বার ব্যাটিংয়ে পাঠায়।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ‘এ’ দল ২৫৪ রান করতে পারে। ওই ইনিংসে সর্বাধিক ৪৯ রান করেন দেশের জার্সিতে ৬টি টেস্ট খেলা ২৩ বছর বয়সী শাহাদাত। হারের ব্যবধান আরও বড় হতে পারত। লোয়ারে ব্যাট করা বাঁ-হাতি স্পিনার মুরাদ ৪২ রানের ইনিংস খেলে দ্বিতীয় ইনিংসেও ধস থেকে দলকে রক্ষা করেন। এছাড়া ইয়াসির রাব্বি মিডলে ৩৬ এবং চার দিনের ম্যাচের অধিনায়ক মাহিদুল অঙ্কন ৩২ রান করেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...