- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
বিনোদন ডেস্ক :
প্রেমজীবন নিয়ে বহুবার শিরোনাম হয়েছেন বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন। কখনো বয়সে অনেক ছোট প্রেমিক, কখনো বয়স্ক সঙ্গী—বিভিন্ন সম্পর্কে জড়ানো থেকে শুরু করে পুরনো প্রেমে ফেরা—সবকিছুই আলোচনায় ছিল। তবু নিজের মতো জীবনসঙ্গী খুঁজে পাওয়া হয়নি তার।
৪৯ বছর বয়সে এসে বিয়ে নিয়ে এবার স্পষ্ট সিদ্ধান্ত জানালেন তিনি। তবে বিয়েতে রাজি হলেও শর্ত রেখেছেন সুস্মিতা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “বিয়েতে আমার আপত্তি নেই। কিন্তু এমন একজনকে চাই, যার সঙ্গে আমার মানসিক মিল হবে। যে প্রতিদিন আমাকে ভালোবাসবে, প্রতিটি মুহূর্তে আমাকে বুঝবে। এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন।”
তিনি আরও বলেন, “শুনতে অদ্ভুত লাগলেও, আমার চাহিদার তালিকা দীর্ঘ। যে এটি পূরণ করতে পারবে তাকেই বিয়ে করব। না হলে একা থাকলেই আমি ভালো আছি।”
এর আগে সুস্মিতার জীবনে এসেছেন অভিনেতা রণদীপ হুদা, রেস্তোরাঁ ব্যবসায়ী হৃতিক ভাসিন ও পরিচালক বিক্রম ভাট। একসময় আলোচনায় আসে ললিত মোদির সঙ্গেও তার সম্পর্কের খবর। বর্তমানে তিনি রয়েছেন পুরনো প্রেমিক রহমান শলের সঙ্গে লিভ-ইন সম্পর্কে।

