কে এম শাকীর, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির।
শনিবার বিকালে কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কিশোরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোজাহিদ ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও রংপুর মহানগরী সভাপতি নুরুল হুদা। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিম, জেলা শিবিরের সভাপতি তাজমুল হাসান সাগর। সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ উপজেলা শাখার আমীর আব্দুর রশীদ শাহ্ ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শিব্বির আহমেদ প্রমূখ।
প্রধান অতিথি বলেন,বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাত্রদেরকে যোগ্য দেশ প্রেমিক নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে। আমরা আপনাদেরকে শিবির করার জন্য আহবান করছি না। আমরা আপনাকে ইসলামের সুমহান মর্যাদার দিকে আহবান করছি। আমরা জুলাই বিপ্লবকে ধারণ করে এ দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।