- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
খবরের দেশ ডেস্ক :
ঢালিউডের ‘প্রিয়তমা’ থেকে টালিউডের ‘কিশোরী’— ইধিকা পাল এখন দুই বাংলার দর্শকের প্রিয় নাম। শাকিব খান, দেব, সোহম— একের পর এক তারকা নায়কের সঙ্গে কাজ করে নিজেকে প্রমাণ করেছেন তিনি। ‘পিলু’ ধারাবাহিকের পর ছোটপর্দা ছেড়ে বড়পর্দায় পা রাখার পর থেকে তার সাফল্যের যাত্রা একেবারেই থামেনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ইধিকা খোলাখুলিভাবে জানালেন তার ব্যক্তিগত কিছু গল্প। তিনি বলেন,
ছোটবেলায় কঠোর শাসনের মধ্যে বেড়ে ওঠা, পূজার সময় ভিড় এড়িয়ে চলা, এমনকি প্রেমের সুযোগও পাননি মা’র কড়া নজরদারির কারণে। তবে এখন পরিস্থিতি পাল্টেছে— পূজা মানেই আনন্দ, খাওয়া-দাওয়া আর পরিবারের সঙ্গে সময় কাটানো।
জনপ্রিয়তা বেড়েছে অনেক, তাই পূজার মাঠে মানুষ তাকে চিনে ফেললে বা ছবি তুলতে চাইলে তিনি কখনোই কাউকে ফিরিয়ে দেন না।
তবে পূজার সময় একটি জিনিস থেকে নিজেকে ছুটি দেন— সেটি হলো মেকআপ। সারাবছর শুটিংয়ের ব্যস্ততায় সাজতে হলেও পূজার ক’টা দিন তিনি নিজেকে সাধারণ রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন।
এ বছর তার কাছে পূজা আরও বিশেষ। কারণ, ‘খাদান’ ছবির সাফল্যের পর এটাই তার প্রথম পূজা। তাই ভক্তদের ভালোবাসা কেমনভাবে বেড়েছে, সেটাই এবার সরাসরি অনুভব করবেন বলে জানিয়েছেন তিনি।
ইধিকা পাল শুধু বড়পর্দায় নয়, বাস্তব জীবনেও প্রমাণ করছেন— দর্শকের সঙ্গে মনের বন্ধনই একজন শিল্পীর সবচেয়ে বড় শক্তি।

