24 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫

ছাত্রীসংস্থা নয় বলে প্রমাণ করার জন্য কি শাড়ি পরা ছবি দিতে হবে? – ভিপিপ্রার্থী স্মৃতি আফরোজ সুমি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শামসুন নাহার হল সংসদের সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন হলটির ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী স্মৃতি আফরোজ সুমি। তবে প্রচারপত্রে মুখ ঢাকা ছবি যুক্ত করায় ছাত্রী সংস্থার সঙ্গে সম্পৃক্ত দাবি করে তাকে ভোট না দেয়ার প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে। এ বিষয়ে জানিয়ে তিনি আবেগগন স্ট্যাটাস দিয়েছেন।
রোববার (৩১ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে আবেগঘন এক স্ট্যাটাসে সুমি এ বিষয়টি তুলে ধরেন। তিনি প্রশ্ন তোলেন, ‘আমি যে ছাত্রীসংস্থা নই, এটা প্রমাণ করার জন্য এখন কি আমাকে হিজাব ছাড়া শাড়ি পরা ছবি ঘনঘন আপলোড দিতে হবে?’
সুমি ফেসবুকে লেখেন, অফিসিয়াল প্রচারণা শুরু করলাম আজ। রুমে রুমে গিয়ে বুঝতে পারলাম কে বা কাহারা নিজের ভোট চাইতে গিয়ে আমার ব্যাপারে সাবধান করে আসছে ভোট না দিতে। কারণ পোস্টারে আমি মুখ ঢাকা ছবি দিয়েছি, ছাত্রীসংস্থা হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। প্রগতিশীলদের কিছু ভোটও নাকি কাটা যাচ্ছে এজন্য। প্রচারণা শেষ করে রুমে এসে কিছুক্ষণ ভাবলাম। মনে হলো, আমি যে ছাত্রীসংস্থা নই এটা প্রমাণ করার জন্য এখন ফেসবুকে ঘনঘন হিজাব ছাড়া শাড়ি পরা ছবি আপলোড দিতে হবে কিনা?
তিনি বলেন, প্রথমে খারাপ লাগছিলো মানুষের এমন মন মানসিকতা দেখে, পরে মনে পড়লো আরে ডাকসু তো এক বছরের। আমার প্রথম পরিচয় আমি মুসলিম, স্কুলে যেমন ইউনিফর্ম বাধ্যতামূলক মুসলিম হিসেবে হিজাব আমার জন্য বাধ্যতামূলক। এই বোধ এবং হেদায়েত দেয়ার জন্য আল্লাহর কাছে শুকরিয়া। যখন হিজাব করতাম না, তখনও কখনও অশালীনভাবে চলাফেরা করিনি। লাগবে না আমার ডাকসু, লাগবে না ভিপি হওয়া। এতকাল ভিপি না থেকেও মানুষের জন্য, হলের জন্য কাজ করে গিয়েছি, সামনেও করবো।
- Advertisement -spot_img
সর্বশেষ

সহকারী প্রকৌশলী থেকে শতকোটির মালিক! গণপূর্তে বদরুল আলম খানের উত্থানের রহস্য

গণপূর্ত অধিদপ্তরের সাভার সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে দীর্ঘদিনের দুর্নীতি, অনিয়ম...