- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
বিনোদন ডেস্ক :
শাশুড়ির ভয়ে পোস্টার ছিঁড়তে হয়েছিল শর্মিলা ঠাকুরকে!
বলিউডের কালজয়ী অভিনেত্রী শর্মিলা ঠাকুর ছিলেন এক সাহসী নাম। আজকাল বিকিনিতে অভিনেত্রীদের দেখা গেলেও, ৬০–এর দশকে সেটা ছিল একেবারেই বিরল। আর ঠিক সেই সময়েই ‘অ্যান ইভিনিং ইন প্যারিস’ ছবিতে বিকিনি পরে রীতিমতো সাড়া ফেলে দিয়েছিলেন শর্মিলা।
তবে কাজটা একেবারেই সহজ ছিল না। হবু শাশুড়ির রোষের ভয়ে ছবির পোস্টার পর্যন্ত ছিঁড়ে ফেলতে হয়েছিল তাকে!
এক সাক্ষাৎকারে শর্মিলা হাসতে হাসতে বলেন, “এক টুকরো কাপড়ের জন্য এত বিতর্ক হবে, ভাবতেই পারিনি।”
তিনি জানান, দর্শকের জন্যই নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছিলেন। তার ভাষায়—
“আমি নিজেকে মেলে ধরতে চেয়েছিলাম। দর্শকের কাছে আরও গ্রহণযোগ্য হতে চেয়েছিলাম। আর আমার মনে হয়, সেটা আমি পেরেছিলাম।”
তখন মনসুর আলি খান পাতৌদির সঙ্গে সম্পর্কে ছিলেন শর্মিলা। প্রেমিক বিদেশে থাকলেও, টেলিগ্রামের মাধ্যমে পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। তবে আশ্চর্যের বিষয়, শাশুড়িমা কিন্তু কোনোদিনই এ নিয়ে আপত্তি করেননি!
এক সময়ের এই সাহসী পদক্ষেপ আজও বলিউড ইতিহাসে আলোচিত ঘটনা হয়ে আছে।

