24 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫

ফেব্রুয়ারিতেই নির্বাচন নিয়ে একমত প্রধান উপদেষ্টা: মির্জা ফখরুল

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই হবে। এ বিষয়ে প্রধান উপদেষ্টাও একমত।
আজ রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, একটি শক্তি নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে। তবে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। নির্বাচনের তারিখ হিসেবে যেটা ঘোষণা দেওয়া হয়েছে সেই তারিখেই নির্বাচন হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে।
আজ সন্ধ্যা সোয়া ৭টায় যমুনায় প্রবেশ করেন বিএনপি নেতারা। রাত সাড়ে সাতটার দিকে প্রধান উপদেষ্টার বৈঠক শুরু হয় বিএনপির। বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মির্জা ফখরুল আরও বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা যথাসময়ে নির্বাচন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
লন্ডনে একটি দলের নেতার সঙ্গে সাক্ষাৎ করে প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের সময় ঘোষণা করেছেন এর ফলে বোঝা যায় প্রধান উপদেষ্টা একটি দলের প্রতি দুর্বল, এই অবস্থায় নিরপেক্ষ নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জামায়াত নেতা ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের-এমন কথার পরিপ্রেক্ষিত উল্লেখ করে এক সাংবাদিক বিএনপি মহাসচিবের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, এই শঙ্কা একেবারেই অমূলক। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের সঙ্গে তিনি কথা বলবেন, তাঁর এই এখতিয়ার রয়েছে। তিনি আলোচনা করেছেন, তাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। গোটা দেশবাসী আশ্বস্ত হয়েছে।
জাতীয় পার্টি নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাওয়া হলে মির্জা ফখরুল বলেন, এ বিষয়ে আজ কোনো আলোচনা হয়নি।
- Advertisement -spot_img
সর্বশেষ

সহকারী প্রকৌশলী থেকে শতকোটির মালিক! গণপূর্তে বদরুল আলম খানের উত্থানের রহস্য

গণপূর্ত অধিদপ্তরের সাভার সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে দীর্ঘদিনের দুর্নীতি, অনিয়ম...