| Your Ads Here 100x100 |
|---|
খবরের দেশ ডেস্ক :
জাতীয় দলে নেই অনেক দিন ধরেই। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিতই দেখা যাচ্ছে সাকিব আল হাসানকে। বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ব্যস্ত সময় পার করছেন সাবেক এই টাইগার অধিনায়ক। এবার এবার নাম লেখালেন আরেকটি নতুন টুর্নামেন্টে। কানাডার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রতিযোগিতা কানাডা সুপার সিক্সটি লিগে খেলবেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার।
টি-টেন ফরম্যাটের এই টুর্নামেন্ট মাঠে গড়াবে আগামী ৮ অক্টোবর, শেষ হবে ১৩ অক্টোবর। সেখানে মন্ট্রিয়েল টাইগার্সের হয়ে খেলবেন সাকিব। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই টিকিট বিক্রি শুরু হবে।
ইতোমধ্যে অংশগ্রহণকারী ৬ দলের স্কোয়াড প্রকাশ করেছে আয়োজকরা, যেখানে জায়গা পেয়েছেন সাকিব ছাড়াও আরও অনেক তারকা ক্রিকেটার। কানাডা সুপার সিক্সটিতে খেলতে দেখা যাবে কুইন্টন ডি কক, মার্টিন গাপটিল, মঈন আলী, ডেভিড মালান, সিকান্দার রাজার মতো ক্রিকেটারদেরও।

