- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
খবরের দেশ ডেস্ক :
২০০২ সালে মুক্তি পাওয়া ‘প্রেমের জ্বালা’ সিনেমার ‘আসসালামালাইকুম বিয়াইন সাব’ গানটি সেসময় তুমুল সাড়া ফেলেছিল। আহমেদ ইমতিয়াজ বুলবুলের কথা ও সুরে গানটি গেয়েছিলেন খালিদ হাসান মিলু ও কনকচাঁপা।
২৩ বছর পর সেই আলোচিত গানটি নতুন রূপে ফিরছে। অনুপম মিউজিকের ব্যানারে তৈরি নতুন গানটিতে ব্রিজ লাইন হিসেবে ব্যবহার করা হয়েছে আসসালামালাইকুম বিয়াইন সাব গানের প্রথম দুই লাইন।
এজন্য গানটির নতুন সংস্করণটি আসছে ‘আসসালামালাইকুম বিয়াইন সাব ২.০’ শিরোনামে।
গানটির নতুন ভার্সনে কণ্ঠ দিয়েছেন সৈয়দ অমি ও দিলশাদ নাহার কনা। গানের কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ, সুর করেছেন সৈয়দ অমি এবং সংগীতায়োজনে এ এন ফরহাদ।
গীতিকার স্নেহাশীষ ঘোষ বলেন, ‘আগের গানটির জনপ্রিয়তা মাথায় রেখে সম্পূর্ণ নতুন করে লেখা হয়েছে গানটি।
কোরাস অংশে রাখা হয়েছে আগের গানের দুই লাইন। পূজা উপলক্ষে বড় আয়োজনে তৈরি হচ্ছে গানটি। আশা করছি আগের গানের মতো এই গানটিও দর্শকের মন ছুঁয়ে যাবে।’
গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন সৈয়দ অমি।

