16 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫

পিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়া বিকল্প নেই: জামায়াত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসায় দলের নির্বাহী পরিষদের সভা হয়েছে। দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে দৃঢ় অবস্থান নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
জামায়াতের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারিসহ নির্বাহী পরিষদ সদস্যরা সভায় অংশ নেন। জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দেওয়া; আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় ব্যবস্থা এবং লেভেল প্লেয়িং ফিল্ড গুরুত্ব পায় আলোচনায়।
বৈঠকের বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। জামায়াত জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআরের দাবিতে সোচ্চার থাকবে। গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ চলাকালে অসুস্থ হয়ে পড়েন জামায়াতের আমির। ২ আগস্ট তাঁর হৃৎপিণ্ডে অস্ত্রোপচার হয়। ১২ আগস্ট তিনি বাসায় ফিরলেও রাজনৈতিক কর্মসূচি থেকে দূরে রয়েছেন।
গণভোটে পিআর না হলে মেনে নেওয়া হবে 
গণভোটে পিআর পদ্ধতির নির্বাচন না হলে জামায়াতে ইসলামী মেনে নেবে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে ‘পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের আইনি ভিত্তি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেছেন।
ফোরাম ফর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আয়োজিত এ অনুষ্ঠান থেকে প্রধান উপদেষ্টার উদ্দেশে গোলাম পরওয়ার বলেছেন, পিআর ইস্যুতে সব দলকে ডেকে জাতীয় রাজনৈতিক সংলাপ করুন। কোনো সাজানো পাতানো নির্বাচন হলে জনগণ মেনে নেবে না।
জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, একটি রাজনৈতিক দল পিআর নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে। কোনো রাজনৈতিক দলের চাপ অনুভব করলে পিআর গণভোটে ছেড়ে দিন। দেশের ৭১ ভাগ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...