রকি হাসান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের পরিচালক ডা: হেলিশ রঞ্জন কর্তৃক মেডিকেলের আউটসোর্সিং বিভাগের নারী কর্মচারীকে যৌন হয়রানি করায় ডা: হেলিশ রঞ্জনের অপসারণ ও গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন করেছে ছাত্রসংগঠন ও এলাকাবাসী।
সোমবার ১ আগস্ট সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ডা: হেলিশ রঞ্জন মেডিকেলের এক নারী কর্মচারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে যৌন হয়রানি করেছে। শুধু তাই নয় তিনি এই মেডিকেলে যোগদান করার পর অনিয়ম দুর্নীতির সাথে জড়িত। অবহেলা অব্যবস্থাপনায় হাসপাতালটিকে নরক বানিয়ে ফেলছে। অবিলম্বে আমরা তার অপসারণ ও গ্রেপ্তারের দাবী জানাচ্ছি।
এ বিষয়ে মুঠোফোনে ডা: হেলিশ রঞ্জনের কাছে বক্তব্য জানার জন্য একাধিকবার চেস্টা করেও যেগাযোগ করা সম্ভব হয়নি।
মানববন্ধনে সংহতি প্রকাশ করেন সাবেক সদস্য সচিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা ও জাতীয় নাগরিক পার্টির সংগঠক ফয়সাল প্রিন্স, রাতুল নাহিদ ভূঁইয়া, মানস সরকার উৎস।
এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, মো. মীর মোশারফ হোসেন, মো. বিল্লাল মিয়া, মো. রুবেল মিয়া, মো. আবদুল হান্নান, মো. আলতু মিয়া, মো. পিয়াল হাবিবসহ অন্যরা।