18 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫

দলবদলের চূড়ান্ত মুহূর্তে হতাশা যাদের

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
ইউরোপের শীর্ষ পাঁচ লিগের গ্রীষ্মকালীন দলবদলের দরজা বন্ধ হয়েছে। বাংলাদেশ সময় সোমবার রাত ১২টায় বন্ধ হওয়া দরজা থেকে মন খারাপ করে পুরনো ক্লাবে থেকে যেতে হয়েছে অনেকের। শীতকালীন দলবদলের মৌসুম পর্যন্ত তারা ওই ক্লাবেই থাকবেন। তবে নিয়মিত খেলার সুযোগ পাবেন নাকি বেঞ্চে বসে কাটাবেন তার নিশ্চয়তা নেই। শীর্ষ পাঁচের বাইরের যেমন তুর্কি, ডাচ লিগে যাবেন কিনা তাও অনিশ্চিত।
মার্ক গুইহির অর্ধসম্পন্ন মেডিকেল: ইংল্যান্ড জাতীয় দলের ডিফেন্ডার মার্ক গুইহি। ক্রিস্টাল প্যালেসে দারুণ খেলছেন তিনি। লিভারপুল তার দিকে চোখ রাখছিল। দলবদলের শেষ দিন খেলোয়াড় ও ক্লাব পর্যায়ে সমঝোতা হয় অল রেডসদের। ৩৫ মিলিয়ন পাউন্ডে লিভারপুলে যোগ দিতে অর্ধেক মেডিকেলও সম্পন্ন করে ফেলেছিলেন ২৫ বছর বয়সী ডিফেন্ডার।
কিন্তু শেষ মুহূর্তে চুক্তি ভেস্তে যায়। গুইহির বিকল্প হিসেবে এক ডিফেন্ডার পছন্দ করেছিল প্যালেস। কিন্তু শেষ মুহূর্তে ওই ফুটবলার অন্য ক্লাবে যোগ দেওয়ায় গুইহিকে আর ছাড়েনি প্যালেস। চলতি মৌসুমের পুরোটা না হোক অন্তত শীতকালীন দলবদলের দরজা না খোলা পর্যন্ত তাকে পুরনো ক্লাবেই থাকতে হবে।
বাজেনি এমি মার্টিনেজের ফোন: ম্যানচেস্টার ইউনাইটেড কোচ রুবেন আমোরিম সঙ্গে সম্ভাব্য চুক্তির বিষয়ে এমি মার্টিনেজের পাকা কথা হয়ে গিয়েছিল। তিনি ব্যাগ গুছিয়ে ওল্ড ট্রাফোর্ডে যাওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। কেবল শেষ কলটা পাওয়ার অপেক্ষায় ছিলেন। কিন্তু মার্টিনেজের ফোনে আমোরিমের কলটা আর আসেনি।
আর্জেন্টাইন গোলরক্ষককে ২৫ মিলিয়ন ইউরো দিয়ে নিতে চায় তুর্কি ক্লাব গালাতাসারায়ে। অ্যাস্টন ভিলা ওই প্রস্তাবে রাজি। কিন্তু মার্টিনেজ আপাতত অ্যাস্টন ভিলা ছাড়তে চান না। ওদিকে খেলায় শতভাগ মন না থাকায় ভিলার কোচ উনাই এমেরি তাকে সর্বশেষ ম্যাচের একাদশে রাখেননি। তার ওপর নতুন করে আস্থা রাখবেন কিনা তা নিশ্চিত নয়। অ্যাস্টন ভিলা এরই মধ্যে ফ্রি এজেন্টে থাকা পর্তুগিজ গোলরক্ষক রুই প্যাট্রিক ও পোলিশ গোলরক্ষক লুকাস ফ্যাবিয়ানেস্কিকে বিকল্প হিসেবে বিবেচনা করছে।
বাড়ি ফেরা হলো না কনর গ্লাঘারের: অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে ইংলিশ মিডফিল্ডার কনর গ্লাঘারকে এক মৌসুমের জন্য ধারে নেওয়ার চেষ্টা করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। খেলোয়াড় পর্যায়েও সমঝোতা হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে শুধু ধারের শর্তে অ্যাতলেটিকো মাদ্রিদ ২৫ বছর বয়সী এই মিডফিল্ডারকে ছাড়তে রাজি হয়নি।
রাহিম-তাইরিক চেলসিতেই: ১৯ বছর বয়সী চেলসির বিস্ময় বালক তাইরিক জর্জ ইউসাফ ফুলহ্যামে যোগ দিতে চেয়েছিলেন। চেলসিও তাকে ছেড়ে দিতে চেয়েছিল। কিন্তু দলবদলের দরজা বন্ধ হওয়ার আগে নিয়মিত খেলার সুযোগ বঞ্চিত হলেন ইংলিশ তরুণ।
এনজো মারেস্কার দলে বেঞ্চেও ঠিকঠাক জায়গা হচ্ছে না সাবেক ম্যানসিটি ও আর্সেনাল ফরোয়ার্ড রাহিম র্স্টালিংয়ের। তার প্রতি সৌদি প্রো লিগের ক্লাব আগ্রহী ছিল। আলাপ-আলোচনা হলেও শেষ পর্যন্ত সম্ভাব্য ওই চুক্তি শেষ সময়েও সম্পন্ন হয়নি। তাকে শীতকালীন দলবদলের মৌসুম পর্যন্ত অপেক্ষা করতে হবে।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...