- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
খবরের দেশ ডেস্ক :
খাল পরিষ্কার করতে আসা নেতাদের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নেতারাতো আজকে কোট-স্যুট পরে আসছেন। সবাই স্যুট-বুট পরে আসছেন। এভাবে কি খাল পরিষ্কার করা যাবে? যাবে না। গামবুট পরেন বা হাফ প্যান্ট পরেন, সবাই উৎসাহ নিয়ে নামেন।
মঙ্গলবার বিকেলে রাজধানীর উত্তরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতামূলক কর্মসূচিতে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঘোষিত র্যালির পরিবর্তে পরিস্কার-পরিচ্ছন্নতামূলক কর্মসূচি পালন করে দলটির নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত নারী নেত্রীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘নারী নেত্রীরা কেউ কেউ পার্লার থেকেও আসছেন। এভাবে হবে না। জনগণের কাছে যেতে হবে, বাড়ি বাড়ি গিয়ে বিএনপির কথা বলতে হবে। শুধু স্লোগান দিলে বা তালি বাজালে রাজনীতি হয় না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নদী-খাল পুনঃখনন করেছিলেন, আমাদেরও কাজ করতে হবে।’
শেখ হাসিনা ভারত থেকে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস হবে না জানিয়ে তিনি বলেন, শেষ রক্তবিন্দু দিয়ে হলে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবো, এখানে কোনো আপস নাই। শেখ হাসিনা দেশ থেকে পালালেও ভারতে গিয়ে শয়তানি করছেন।
পতিত ফ্যাসিস্ট বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে ‘গুজব ছড়াচ্ছে’ বলে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, চারদিকে অনেক গুজব। এসবে কান দেবেন না। কারণ গুজব গুজবই। আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য আওয়ামী লীগ ওই ভারতবর্ষ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়াচ্ছে।

