18 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০২৫

কুবিতে লিও ক্লাবের সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) আন্তর্জাতিক যুব সংগঠন লিও ক্লাব চতুর্থ বারের মতো সদস্য সংগ্রহ কার্যক্রম ‘লিও মেম্বার রিক্রুটমেন্ট ৪.০’ শুরু করেছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের সামনে এ কার্যক্রমের উদ্বোধন হয়। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত নতুন সদস্য সংগ্রহ চলবে।
২০২০ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করা লিও ক্লাব মূলত ‘লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল’-এর একটি যুব প্রজেক্ট। সংগঠনটি কমিউনিটির বিভিন্ন সেবামূলক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ, ভিন্নধর্মী কাজের অভিজ্ঞতা ও ব্যক্তিগত উন্নতির সুযোগ তৈরি করে আসছে। প্রতিবছরই নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম আয়োজন করা হয়।
এ বিষয়ে সংগঠনটির সভাপতি লিও তরিকুল ইসলাম মঈন বলেন, “লিও ক্লাব প্রতিষ্ঠার শুরু থেকেই আমরা শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ ও সমাজসেবায় সম্পৃক্ত করে আসছি। বৃক্ষরোপণ, রক্তদান, শিক্ষা সহায়তা, সচেতনতামূলক সেমিনার এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো নানা উদ্যোগ আমরা বাস্তবায়ন করেছি।”
তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি একজন তরুণের নেতৃত্ব বিকাশ মানেই সমাজে ইতিবাচক পরিবর্তন। সেই লক্ষ্যকে সামনে রেখে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল উদ্যমী ও সমাজসেবায় আগ্রহী শিক্ষার্থীদের আহ্বান জানাই লিও ক্লাবের সাথে যুক্ত হয়ে নিজেদের বিকাশের পাশাপাশি মানবতার কল্যাণে অবদান রাখতে।”
- Advertisement -spot_img
সর্বশেষ

সহকারী প্রকৌশলী থেকে শতকোটির মালিক! গণপূর্তে বদরুল আলম খানের উত্থানের রহস্য

গণপূর্ত অধিদপ্তরের সাভার সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে দীর্ঘদিনের দুর্নীতি, অনিয়ম...