- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
আন্তর্জাতিক ডেস্ক :
সেপন, ফ্রান্স কিংবা যুক্তরাষ্ট্র থেকে এর আগে বহুবার আর্জেন্টিনায় ফিরেছেন লিওনেল মেসি। কিন্তু এবারের মতো অতটা আবেগ নিয়ে মাতৃভূমিতে কখনো ফেরা হয়নি এই কিংবদন্তির। আগামীকাল শুক্রবার ভোরে এস্তাদিও মনুমেন্তালে বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার মাটিতে নিজের শেষ ম্যাচ খেলবেন, এমন ঘোষণা দিয়েই মেসি এবার ফিরেছেন নিজ দেশে। তাই আলবিসেলেস্তা সমর্থকদের মধ্যে আবেগের ঢেউ খেলে যাচ্ছে।
মেসি নিজেও বলেছেন, এই ম্যাচ খুব বিশেষ এবং আবেগে ঘেরা হবে।
তার আগে শুক্রবার ঘরের মাঠে বিদায়ি ম্যাচ খেলতে যাচ্ছেন তিনি। এই ম্যাচ নিয়ে মেসি বলেছেন, ‘এই ম্যাচটা আমার জন্য খুব, খুব বিশেষ। কারণ এটা বাছাই পর্বের শেষ ম্যাচ (আর্জেন্টিনায়)।’ বিশেষ বলে এই উপলক্ষ রাঙিয়ে রাখতে পরিবারের সদস্যদের গ্যালারিতে রাখার কথা জানিয়েছেন মেসি, ‘এরপর ঘরের মাঠে আর কোনো প্রীতি ম্যাচ বা অন্য কোনো ম্যাচ হবে কি না জানি না।
তবে এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। তাই আমার স্ত্রী, সন্তান, মা-বাবা, ভাই-বোন সবাই থাকবে আমার সঙ্গে। আমরা একসঙ্গে উপভোগ করব। এরপর কী হবে, জানি না।’

