16 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫

জাপার কেন্দ্রীয় কার্যালয়ে ফের সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগে উত্তপ্ত কাকরাইল

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
রাজধানীর কাকরাইলে আবারও হামলার শিকার হলো জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়। শুক্রবার সন্ধ্যায় শাহবাগে সংহতি সমাবেশ শেষে মিছিল থেকে জাপা কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
জাতীয় পার্টির নেতাদের অভিযোগ, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুই শতাধিক মানুষ হঠাৎ দলীয় কার্যালয়ে হামলা চালায়, আগুন লাগায় ও ফেস্টুন ছিঁড়ে ফেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে।
এ ঘটনায় তিনটি কক্ষের বইপত্রসহ আসবাবপত্র পুড়ে গেছে বলে দাবি করেছেন দলটির নেতারা।
রমনা থানার পুলিশ জানায়, দ্রুত উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং বিক্ষুব্ধদের সড়ানো হয়।
এর আগে ৩০ আগস্ট একই কার্যালয়ে হামলার ঘটনা ঘটে, যেখানে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিল জাপা।
এ ঘটনায় আবারও রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...