18 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫

না ফেরার দেশে ‘বদরুদ্দীন উমর ‘

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
প্রবীণ লেখক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর আর নেই। রবিবার সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর শ্যামলীর একটি বিশেষায়িত হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম লালা জানিয়েছেন, শ্বাসকষ্ট ও নিম্ন রক্তচাপজনিত সমস্যায় তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। গত ২২ জুলাই হাসপাতালে ভর্তি হয়ে ১০ দিন চিকিৎসা শেষে বাসায় ফেরেন। কিন্তু রবিবার সকালে আবার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই তার মৃত্যু হয়।
১৯৩১ সালের ২০ ডিসেম্বর ভারতের বর্ধমানে জন্ম নেওয়া বদরুদ্দীন উমর ছিলেন প্রখ্যাত মুসলিম জাতীয়তাবাদী নেতা আবুল হাশিমের সন্তান। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে সাম্প্রদায়িকতা (১৯৬৬), সংস্কৃতির সংকট (১৯৬৭), এবং সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা (১৯৬৯)। তিনি শুধু লেখালেখিতেই সীমাবদ্ধ থাকেননি; শাসকদের অধীনে চাকরি করতে অস্বীকার করে পদত্যাগও করেছিলেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...