19 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫

ধরলার ভাঙন থেকে চর গোরকমন্ডল রক্ষার দাবিতে মানববন্ধন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার চর গোরকমন্ডলকে ধরলা নদীর তীব্র ভাঙন থেকে রক্ষা করার দাবিতে রোববার বিকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আয়োজন করে কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন কমিটি।

মানববন্ধনে ভাঙনের শিকার শতশত পরিবারসহ স্থানীয় নারী-পুরুষরা অংশগ্রহণ করেন। তারা জানান, গত দেড় মাসে অর্ধশতাধিক পরিবার ভাঙনের শিকার হয়েছে।

নদীর আগ্রাসনে চোখের সামনে শতশত বিঘা আবাদি জমি বিলীন হচ্ছে, বসতবাড়ি ও পূর্বপুরুষদের কবরও নদীর তীরে ধ্বংস হয়ে যাচ্ছে।

ভাঙন কবলিত পরিবারের পক্ষে সালেকা বেওয়া ও আবু সিদ্দিক কান্না জরিত কণ্ঠে বলেন,“আমাদের ফসলি জমি, বসতভিটা এমনকি পূর্বপুরুষের কবরও বিলীন হয়ে যাচ্ছে। এই ভাঙন থেকে আমাদের রক্ষা করুন। আমরা সরকারের কাছে নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা চাই।”

মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন— কুড়িগ্রাম উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও জেলা চর উন্নয়ন কমিটির আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ইউনুছ আলী, সহকারী অধ্যাপক নাজমুন নাহার বিউটি, জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট আশরাফ আলী, সাবেক স্বাস্থ্য পরিচালক ডা: শাহাদত হোসেন প্রমুখ।

বক্তারা ধরলার তীব্র ভাঙন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান।
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...