21 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫

৩ হেভিওয়েট প্রার্থীর অভিযোগ, ভোটে পক্ষপাত ও অব্যবস্থাপনা চলছে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটপ্রক্রিয়ায় অব্যবস্থাপনা এবং প্রশাসনের পক্ষপাতের অভিযোগ তুলেছেন তিনটি প্রধান প্যানেলের হেভিওয়েট প্রার্থী।
স্বতন্ত্র ঐক্যজোটের ভিপি প্রার্থী উমামা ফাতেমা জানান, পোলিং এজেন্টদের পরিবর্তন করা হয়েছে, যেখানে মেয়েদের হলে দেওয়া এজেন্টদের ছেলেদের হলে এবং ছেলেদের হলে দেওয়া এজেন্টদের মেয়েদের হলে দেয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, “প্রশাসন সমস্যার সমাধান করার প্রতিশ্রুতি দিলেও তা মেনে চলেনি। ভোট কেন্দ্রের সংখ্যা কম, দীর্ঘ সময় ধরে সারিতে দাঁড়াতে হচ্ছে এবং শিক্ষার্থীদের ফোন ও ব্যাগ রাখার ব্যবস্থা করা হয়নি।”
ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেন, পোলিং এজেন্টকে বের করে দিয়ে ছাত্রদলের এজেন্টকে সুবিধা দেওয়া হচ্ছে, যা পক্ষপাতদুষ্ট আচরণ
এছাড়া, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আব্দুল কাদের ফেসবুকে অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন মিলে শিবির ছাত্রদলকে নির্বাচনে সুবিধা দেওয়ার সহযোগিতা করছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...