19 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫

জাককানইবিতে পূবালী ব্যাংক পিএলসি-এর আয়োজনে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫’

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি)পূবালী ব্যাংক পিএলসি-এর উদ্যোগে আয়োজিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৫।

বৃহস্পতিবার (১১ সেপ্টম্বর) বেলা ১১:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের পাশে এই বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।এসময় তিনি নারিকেল গাছের চারা রোপণ করেন।

এসময় উপাচার্য ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “পূবালী ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান হলেও দেশের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।” বৃক্ষরোপণ কর্মসূচির প্রসংশা করে উপাচার্য বলেন, “পূবালী ব্যাংকের সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আগে থেকে বিদ্যমান থাকলেও এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সেই সম্পর্ক আরো বেগবান হলো।”

এযাবৎ পাওয়া তথ্যমতে,পূবালী ব্যাংক পিএলসি এই বৃক্ষরোপণ কর্মসূচির জন্য মোট ২০০ (দুইশত) টি বিভিন্ন প্রকার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদান করে। এর মধ্যে ছিল আম, জাম, পেয়ারা, আমড়া, লেবু, জলপাই, জাম্বুরা, অরবরই, আমলকি, বরই, দেবদারু, কাঠগোলাপ, বকুল, স্বর্ণচাঁপা ফুল, বহেরা, নিম, অর্জুন, চেরি, মেহেদী, কামরাঙা, লিচুসহ বিভিন্ন প্রজাতির চারা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এসব গাছের চারাগুলো রোপন করা হয়।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. রাজু আহমেদ, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক প্রকৌশলী মো. হাফিজুর রহমান, পূবালী ব্যাংক পিএলসি-এর ময়মনসিংহ অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম, সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার মোহাম্মদ আজহারুল ইসলাম, ত্রিশাল শাখার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফ আলী ও ডেপুটি জুনিয়র অফিসার দেবরাজ ব্যানার্জীসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধন ও পরিবেশ সুরক্ষায় উক্ত কর্মসূচিকে ইতিবাচক চোখে দেখছে সাধারণ শিক্ষার্থী ও প্রশাসন উভয়ই।
মোছাঃ মাহমুদা আক্তার নাঈম,জাককানইবি প্রতিনিধি

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...