19 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫

বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

কুড়িগ্রামে পল্লী সেবা যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় নাজিরা খলিলগঞ্জ এলাকায় সংস্থার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরুজুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসমাইল হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক (অ.দা.) মো. আব্দুল হালিম ও পল্লী সেবা যুব উন্নয়ন সংস্থার পরিচালক মো. শহিদুল ইসলাম শিমুল।

আরও পড়ুনঃ কুড়িগ্রামে সবুজ-কমলা মাল্টা চাষে সাফল্যের সম্ভাবনা

এছাড়াও জেলা পরিষদের নবাগত নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ রহমান, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা সরকার, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজগর আলী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার সনজিৎ গাইন, প্রোগ্রাম অফিসার মারিওমাদি, পল্লী সেবা যুব উন্নয়ন সংস্থার প্রধান উপদেষ্টা মো. আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক মোছা. শাহনাজ পারভীন এবং বিভিন্ন এলাকার অভিভাবক ও সংস্থার কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বাল্য বিবাহের ফলে পরিবার, সমাজ ও জাতির উপর যে সমস্যা সৃষ্টি হয় তা নিয়ে আলোচনা করেন এবং এতে বিরত থাকার আহ্বান জানান। এছাড়াও তারা ব্যক্তিগত উন্নয়ন ও প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেন।
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...