সর্বমিত্র ও ঝুমাকে কথা দিয়ে কথা রেখেছে শিবির। শিবিরের যে রিজার্ভ ভোট তার পুরোটা পেয়েছে এই দুজনও। ঝুমাতো ছাত্রীসংস্থার সভানেত্রী সাবিকুন্নাহারের চেয়ে ৫০০ ভোট বেশি পেয়েছে।
তার মানে, সাবিকুন্নাহারকে যারা ভোট দিয়েছে তারা সবাই ঝুমাকেও ভোট দিয়েছে। এর বাইরে ঝুমার নিজের ভোট যুক্ত হয়েছে। শিবিরের ওপর যারা আস্থা রেখেছে তারা জিতেছে।