17 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫

ভোট বর্জন করল প্রগতিশীল চার প্যানেল

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে এমন অভিযোগ তুলে ভোট বর্জন করেছে প্রগতিশীল শিক্ষার্থীদের চারটি প্যানেল। তারা দ্রুত সুষ্ঠু ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের জিএস প্রার্থী শরণ এহসান। এ সময় সংহতি জানায় ছাত্র ইউনিয়ন (অদ্রি-অর্ক), সাংস্কৃতিক জোট ও ইন্ডেজেনাস স্টুডেন্ট এসোসিয়েশন সমর্থিত ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেল, ছাত্র ইউনিয়ন (ইমন-তানজিম) ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ‘সংশপ্তক পর্ষদ’, স্বতন্ত্র শিক্ষার্থীদের ‘স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ’ এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী) প্যানেল।

লিখিত বক্তব্যে শরণ এহসান অভিযোগ করেন, নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তা, অব্যবস্থাপনা ও পক্ষপাতের কারণে নির্বাচনের ন্যায্যতা প্রশ্নবিদ্ধ হয়েছে। তিনি বলেন, পোলিং এজেন্টদের কাজ করতে না দেওয়া, নারী হলে পুরুষ প্রার্থীর প্রবেশ, ভোটার তালিকায় ছবি না থাকা, আঙুলে কালির দাগ না দেওয়া, ব্যালট পেপার অতিরিক্ত ছাপানো, বহিরাগতদের আনাগোনা ও লিফলেট বিতরণসহ নানা অনিয়মের কারণে ভোটের স্বচ্ছতা নষ্ট হয়েছে।

তারা বলেন, এসব অনিয়ম ও গাফিলতির দায় নির্বাচন কমিশন ও প্রশাসন এড়াতে পারে না। অনতিবিলম্বে সুষ্ঠু ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় পুনঃনির্বাচন আয়োজনের দাবি জানান চারটি প্যানেলের প্রার্থীরা

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...