জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস জাকসু নির্বাচনের দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন।
শুক্রবার সকালে প্রীতিলতা হলে ভোট গণনার কাজে এসে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।