21 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

জয় পেয়েছে বাংলাদেশ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :

আবু ধাবিতে অনুষ্ঠিত এশিয়া কাপের প্রথম ম্যাচে বাংলাদেশ ১৪৪ রানের লক্ষ্য  ৭ উইকেটে জয় পেয়েছে। লিটন দাসের দল ১৪ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে।

 টস জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। হংকং শুরুতে ভালো খেলে ৭ উইকেটে ১৪৪ রান তোলে। ওপেনার জিসান আলী ৩৪ বলে ৩০ ও নিজাকাত খান ৪২ রানে দলের স্কোরে অবদান রাখেন। অধিনায়ক ইয়াসিম মর্তুজা ১৯ বলে ২৮ রানের ইনিংস খেলেন।

জবাবে নেমে টাইগাররা ৫.৪ ওভারে ৪৭ রানে দুই উইকেট হারানোর পর সতর্ক হয়ে খেলতে শুরু করে। লিটন দাস ৩৯ বলে ৫৯ রান করে আউট হন। তার ব্যাট থেকে আসে ছয়টি চার ও একটি ছক্কা। অধিনায়ক লিটনের সঙ্গে ৯৫ রানের জুটি গড়ে তাওহীদ হৃদয় ৩৬ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন।

বল হাতে তাসকিন ও তানজিম ২ উইকেট করে তুলে নেন। লেগ স্পিনার রিশাদ ৪ ওভারে ৩১ রান খরচ করে ২ উইকেট নেন। মুস্তাফিজ ও শেখ মাহেদী যথাক্রমে ৪ ওভারে ২২ ও ২৮ রান খরচ করেন।

এ ম্যাচে আফগানিস্তানও জয় পেয়েছে। তবে নেট রান রেটে তারা বাংলাদেশকে ছাড়িয়ে +৪.৭০০ নেট রান করেছে, যেখানে বাংলাদেশের নেট রান রেট +১.০০১। শ্রীলঙ্কা ও আফগানিস্তানের গ্রুপে বাংলাদেশের জন্য এই নেট রান রেট গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...