21 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

জাকসু নির্বাচনের ৫ হলের ফল প্রকাশ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক ;

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভোট গণনা এখনও  চলছে।  দুপুর পর্যন্ত ২১টি হলের মধ্যে ১৭টি হলের ভোট গণনা শেষ হয়েছে। এর মধ্যে ৫টি হলের ভিপি, জিএস ও এজিএস পদে অনানুষ্ঠানিকভাবে জয়ীর নাম জানা গেছে।

মীর মশাররফ হোসেন হলে স্বতন্ত্র প্রার্থী জুবায়ের শাবাব ভিপি পদে নির্বাচিত হয়েছেন, তিনি পেয়েছেন ১৯১ ভোট। সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন শাহরিয়া নাজিম রিয়াদ (১৯২ ভোট), এবং এজিএস পদে জয় পেয়েছেন আরাফাত (১৭৯ ভোট)।

শহীদ সালাম-বরকত হলে ভিপি পদে নির্বাচিত হয়েছেন মারুফ এবং জিএস পদে মাসুদ রানা। ১০ নম্বর ছাত্র হলে ভিপি পদে আসিফ মিয়া, জিএস পদে মেহেদি হাসান এবং এজিএস পদে নাদিম মাহমুদ নির্বাচিত হয়েছেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ভিপি পদে নির্বাচিত হয়েছেন রাকিবুল ইসলাম, জিএস পদে আলী আহমদ এবং এজিএস পদে লাবিব। আ ফ ম কামালউদ্দিন হলে ভিপি পদে জয় পেয়েছেন দর্শন বিভাগের জিএম রায়হান কবীর।

ভোট গ্রহণ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয় এবং নির্ধারিত সময় বিকেল ৫টার পরও কিছু কেন্দ্রে ভোট চলতে থাকে। রাত ১০টার দিকে ভোট গণনা শুরু হয়। আজ দুপুরে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম রশিদুল আলম।

 নির্বাচনে ৩৩ বছর পর ভোট হয়েছে। মোট ১১,৭৪৩ ভোটারের মধ্যে ৮,০০৩ জন ভোট দিয়েছেন, ভোটের হার ৬৭.৯ শতাংশ। কেন্দ্রীয় ও হল সংসদে ৩৪০ পদের জন্য ৬২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ২১টি হলে ৩১৫ পদের মধ্যে ১৩১টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, ৬৮টি পদ শূন্য রয়েছে। কেন্দ্রীয় সংসদে ২৫টি পদে ১৭৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যার মধ্যে ১৩২ জন ছাত্র এবং ৪৫ জন ছাত্রী।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...