21 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

জাকসুর ফল বিলম্বে ঢাকায় শিবিরের বিক্ষোভ মিছিল

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

খবরের দেশ ডেস্ক :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অব্যবস্থাপনা ও ফল প্রকাশে বিলম্ব হওয়াতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে মিছিল বের  হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে শিবিরের দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ বলেন, ডাকসু নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক ধারার নতুন সূচনা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমন তাদের প্রতিনিধি বেছে নিয়েছে, তেমনি জাকসুতেও শিক্ষার্থীরা সুষ্ঠু ভোটের প্রত্যাশা করেছিল। প্রশাসনের টালবাহানা ও ছাত্রদলের বহিরাগতদের মিছিল সেই প্রত্যাশায় প্রশ্ন তুলেছে।
তিনি আরও বলেন,  “লন্ডনের প্রেসক্রিপশনে বিএনপিপন্থী কিছু শিক্ষক নির্বাচন প্রক্রিয়া থেকে সরে দাঁড়িয়েছেন। এতে করে আট হাজার শিক্ষার্থীর ভোট নিয়ে দেশ থেকে বিদেশ পর্যন্ত ষড়যন্ত্র চলছে।”
সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনটির প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী ও ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম প্রমুখ।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...