21 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে তমাসহ ৩ জন কারাগারে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :

সমন্বয়ক পরিচয়ে মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে চাঁদাবাজির অভিযোগে ফারিয়া আক্তার তমাসহ তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এই নির্দেশ দেন। অন্য দুই আসামি হলেন— এএইচএম নোমান রেজা ও তানজিল হোসেন।

উত্তরা পশ্চিম থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল মালেক খান আসামিদের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষ জামিনের আবেদন জানায়। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করেন বলে প্রসিকিউশন বিভাগের এসআই মো. আতিকুর রহমান খান জানান।

 এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে উত্তরা ১৩ নম্বর সেক্টরের একটি বাসায় প্রবেশ করে নিজেদের ‘সমন্বয়ক’ পরিচয় দেন ওই তিনজন। সেখানে দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তির কাছে মামলা থেকে অব্যাহতির কথা বলে তারা ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। প্রথমে ৫ লাখ ৫০ হাজার টাকা নিলেও পরদিন বাকি টাকা পরিশোধের জন্য চাপ দেন এবং হুমকি দিয়ে চলে যান। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করার পর উত্তরা পশ্চিম থানায় মামলা হয়।

ঘটনার পর রাতেই বিমানবন্দর থানার সামনে থেকে নোমান রেজাকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরে উত্তরের জসিম উদ্দিন এলাকা থেকে তানজিল ও তমাকে আটক করা হয়।

উল্লেখ্য, বিএনপি নেতা ফজলুর রহমানের সেগুনবাগিচার বাসার সামনে অশ্লীল স্লোগান দিয়ে ফারিয়া আক্তার তমা সমালোচনার মুখে পড়েছিলেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...