17 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০২৫

তাড়াইলে গলায় শাড়ি পেঁচানো ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

কিশোরগঞ্জের তাড়াইলে বসন্ত বাসফোর (৪৭) নামে গলায় শাড়ি পেঁচানো নিজ ঘর থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের পশ্চিম সাচাইল বালিগাতী গ্রামে।মৃত বসন্ত বাসফোর একই এলাকার মৃত রাজবল্লি বাসফোরের ছেলে।

এ ঘটনায় থানায় দায়েরকৃত অপমৃত্যু মামলায় মৃত বসন্ত বাসফোরের ছেলে অলক বাসফোর জানান, শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টায় রাতের খাবার শেষ করে বাবা বসন্ত বাসফোর তার বোন ভারতী বাসফোরের সাথে কথাবার্তা বলে নিজ বসতঘরে ঘুমানোর উদ্দেশ্যে চলে যায়। পরদিন রবিবার সকাল ৭ টায় বসন্ত বাসফোরের বোন ভারতী বাসফোর ভাইকে কাজে যাওয়ার জন্য ডাকাডাকি করলে কোনো প্রকার সারা শব্দ না পেয়ে বসন্ত বাসফোরের শুয়ে থাকা ঘরের টিনের বেড়ার ফাঁক দিয়ে দেখতে পায় তার মায়ের শাড়ী গলায় ঝুলিয়ে ঘরের বাঁশের আড়ার সাথে ঝুলে আছে।

এসময় ভারতী বাসফোরের ডাক চিৎকারে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরারা ছুটে এসে থানায় খবর দিলে এসআই মোস্তাফিজ সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াইল থানা (ভারপ্রাপ্ত) পুলিশ কর্মকর্তা সাব্বির রহমান বলেন,
বসন্ত বাসফোর নামে এক পুরুষের ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মৃত ব্যক্তির লাশের সুরতহাল প্রস্তুত করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

বসন্ত বাসফোরের বোন ভারতী বাসফোর জানান,বসন্ত বাসফোরের স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় বসন্ত বাসফোর ঘরে একাই ছিলেন।তিনি আরও বলেন,বসন্ত বাসফোর ঋনের জ্বালায় আত্মহত্যা করতে পারেন।বসন্ত বাসফোর মেথর এর কাজ করতেন।

মুকুট রঞ্জন দাস,তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

- Advertisement -spot_img
সর্বশেষ

সহকারী প্রকৌশলী থেকে শতকোটির মালিক! গণপূর্তে বদরুল আলম খানের উত্থানের রহস্য

গণপূর্ত অধিদপ্তরের সাভার সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে দীর্ঘদিনের দুর্নীতি, অনিয়ম...