17 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০২৫

শেষ পর্যন্ত বাঁচানো গেল না দাফনের মুহূর্তে আজানের শব্দে নড়ে উঠা সেই নবজাতকে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

চাঁদপুরে জীবিত অবস্থায় দাফনের জন্য নিয়ে যাওয়া সেই নবজাতককে শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালে ভর্তির ৮ ঘণ্টা পর, গতকাল রোববার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে দুপুরে চাঁদপুর শহরের তালতলা এলাকার পৌর কবরস্থানে এক অজ্ঞাত ব্যক্তি সাদা কাপড়ে মোড়ানো শিশুটিকে একটি কার্টনের ভেতরে করে দাফনের জন্য নিয়ে আসে। কবর খোঁড়ার পর জানাজা পড়ানোর প্রস্তুতি চলাকালে দায়িত্বপ্রাপ্ত ফারুক মিয়া আজান দিলে হঠাৎ শিশুটি কান্না শুরু করে। সঙ্গে সঙ্গে ডাকচিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে ঘটনাটি জানতে পারেন।

পরে স্থানীয় দুই সাংবাদিক মোসাদ্দেক আল আকিব ও আশিক বিন রহিমের সহায়তায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা শিশুটিকে পাশের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। তবে ফেমাস স্পেশাল হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

ক্লিনিকের শিশু বিভাগের চিকিৎসক ছোটন জানান, শিশুটির ওজন মাত্র ৮০০ গ্রাম ছিল। অক্সিজেন ও পুষ্টির ঘাটতি ছাড়াও তার শ্বাসপ্রশ্বাসে জটিলতা ছিল। সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

পরে গভীর রাতে জানাজা শেষে শিশুটিকে একই কবরস্থানে দাফন করা হয়।

এদিকে চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, শিশুটির পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি সদর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

সহকারী প্রকৌশলী থেকে শতকোটির মালিক! গণপূর্তে বদরুল আলম খানের উত্থানের রহস্য

গণপূর্ত অধিদপ্তরের সাভার সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে দীর্ঘদিনের দুর্নীতি, অনিয়ম...