22 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

ঢাকায় হানিয়া আমির

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্ক :

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির প্রথমবারের মতো ঢাকায় এসেছেন। টিভি ও বড় পর্দা—দুই অঙ্গনেই দর্শকপ্রিয় এই তারকা এবার ঢাকায় এসেছেন সানসিল্কের আমন্ত্রণে। গত বৃহস্পতিবার রাতে কড়া নিরাপত্তার মধ্যে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ঢাকায় অবস্থানের বিষয়টি নিশ্চিত করেন হানিয়া। তিনি জানান, বাংলাদেশের মানুষের ভালোবাসাই এই সফরকে তার জন্য বিশেষ স্মরণীয় করে তুলবে। সফরে তিনি ভক্তদের সঙ্গেও দেখা করবেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল (শেরাটন হোটেলে) একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হানিয়া আমির । আয়োজক সানসিল্ক আগেই জানিয়েছে, ভক্তরা একটি বিশেষ প্রতিযোগিতার মাধ্যমে হানিয়া আমিরের সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ পাবেন।

প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী অংশগ্রহণকারীদের করতে হবে তিনটি ধাপ:
১. সেরা কালো পোশাক নির্বাচন।
২. সানসিল্ক ব্ল্যাক শাইন ব্যবহার করে চুলকে ঝলমলে করে সাজতে হবে, সঙ্গে মানানসই গহনা, ব্যাগ ও জুতা।
৩. সাজের ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে পোস্ট করতে হবে।

এই ধাপগুলো সম্পন্ন করলেই ভক্তরা হানিয়া আমিরের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাবেন। এছাড়া ২১ সেপ্টেম্বর তিনি সানসিল্কের আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেবেন। এরপর তিনি নিজ দেশ পাকিস্তানে ফিরে যাবেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...