বিনোদন ডেস্ক :
আশনা হাবিব ভাবনা বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী । সম্প্রতি তিনি ফেসবুকে লিখেছেন-
‘আচ্ছা, আমি একটা জিনিস লক্ষ্য করি,এমনকি আমার নিজের ফেসবুক পেজ থেকেও,
ছেলেদের চেয়ে মেয়েদের অনেক বেশি ঘৃণা আসে—বিশেষ করে কোনো অভিনেত্রী বা বিখ্যাত নারীকে নিয়ে।
এই ঘৃণাটা আসে কোথা থেকে?
হিংসা থেকে, জীবনে কিছু করতে না পারা থেকে।ইশ, এরা যদি নিজেদের জীবনে কিছু করত, তাহলে হয়তো মনটা একটু পরিষ্কার হতো।
ওদের দুঃখী জীবনের একমাত্র কাজ হলো শুধু হিংসা করা’।