24 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

নিউইয়র্কের পথে প্রধান উপদেষ্টা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন । গত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের পথে যাত্রা করেন। বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিশ্চিত করেছেন।

সফরকালে, অধ্যাপক ইউনূস ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন এবং ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন। তার বক্তব্যে অন্তর্বর্তী সরকারের গত এক বছরের সংস্কার কার্যক্রম, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের তাৎপর্য এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি তুলে ধরবেন। পাশাপাশি জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, শান্তিরক্ষা কার্যক্রম, অভিবাসন, অবৈধ অর্থপাচার, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার মতো বিষয় নিয়েও কথা বলবেন।

৬ জন রাজনৈতিক নেতা এই সফরে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হয়েছেন । তারা হলেন—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জামায়াত নেতা নকিবুর রহমান তারেক এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আখতার হোসেন ও ডা. তাসনিম জারা।

জাতিসংঘে এবারের অধিবেশনকে বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। কারন  ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ‘হাই লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনোরিটিস ইন মিয়ানমার’ শীর্ষক বৈঠক, যা মূলত ইউনূসের প্রস্তাবের ভিত্তিতে আয়োজিত এবং সদস্য রাষ্ট্রগুলোর সর্বসম্মত সমর্থনপ্রাপ্ত। এর আগে কক্সবাজারে রোহিঙ্গা প্রতিনিধি ও আন্তর্জাতিক অংশীদারদের নিয়ে প্রস্তুতিমূলক আলোচনা হয়েছিল।

এছাড়া ইউনূস ২৫ সেপ্টেম্বর যুব কর্মপরিকল্পনার ৩০তম বার্ষিকী বৈঠকেও অংশ নেবেন। সফরকালে জাতিসংঘ মহাসচিব ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত সংবর্ধনা এবং বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনও সফরের অংশ হিসেবে কমনওয়েলথ, ওআইসি, বিমসটেক, সিকা, জি-৭৭ ও চীনসহ একাধিক আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

প্রধান উপদেষ্টা ইউনূস আগামী ২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...