| Your Ads Here 100x100 |
|---|
ধর্মনিরপেক্ষ এই বাংলায় কিছু কিছু দুস্কৃতীকারীদের জন্য সৃষ্টি হয় বিভিন্ন ধরনের ধর্মীয় সংঘাত। এমনই এক বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে জামালপুরের সরিষাবাড়ীতে। সরিষাবাড়ির তাড়িয়াপাড়ায় একটি মন্দিরে সকল প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। ২১ সেপ্টেম্বর রাতে পৌরসভার তাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার অভিযোগে হাবিবুর রহমান (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে সরিষাবাড়ি থানা পুলিশ। হাবিবুর রহমান পৌরসভার শিমলাপল্লী গ্রামের সোহরাব মিস্ত্রির ছেলে। পুলিশ ও মন্দির কমিটি জানায়, তাড়িয়াপাড়া মন্দিরে প্রতিবছরের মতো এবারও পুজা অনুষ্ঠিত হবে বলে তৈরি করা হয়েছিল বিভিন্ন প্রতিমা। পুজার সকল আয়োজন শেষ করে প্রতিমা নির্মান শিল্পীদের বিদায় দেয় কর্তৃপক্ষ। ২১ সেপ্টেম্বর গভীর রাতে হঠাৎ একজন মন্দিরের ভিতরে ঢুকে সাতটি প্রতিমার মাথাসহ বিভিন্ন অংশ ভেঙে চলে যায়। সকালে মন্দিরে এসে সকল প্রতিমা ভাঙা দেখতে পায় মন্দির কমিটির লোকজন। খবর পেয়ে থানা পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে ও সিসি টিভি ফুটেজ পর্যবেক্ষন করে অভিযুক্ত হাবিবুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান জানান, প্রতিমা ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এ ঘটনায় অভিযুক্ত হাবিবুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সৈয়দ আশিক মাহমুদ ,জামালপুর

