19 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫

গাজায় একই পরিবারের অন্তত ২৫ জন নিহত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্ক :

গাজার সাবরা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের অন্তত ২৫ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার ভোররাতে যুদ্ধবিমান থেকে ছোড়া বোমায় বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়। গত আগস্টের শেষ দিকে এই এলাকায় ট্যাংক নিয়ে প্রবেশ করেছিল ইসরায়েলি বাহিনী।

 

হামলা পরবর্তী উদ্ধারকাজ চলছে। ধ্বংসস্তূপের নিচ থেকে অন্তত ১৭ জনকে জীবিত টেনে বের করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধ্বংসস্তূপের ভেতর এখনো প্রায় ৫০ জন আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। স্বজনরা জানাচ্ছেন, ধ্বংসস্তূপের ভেতর থেকে আহতদের আর্তনাদ এখনো শোনা যাচ্ছে।
১ জন স্বজন  বলেন, উদ্ধারকারীদের লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন থেকে গুলি চালানো হচ্ছে। তার ভাষায়, “প্রতিবার কাছে যাওয়ার চেষ্টা করলেই ড্রোন গুলি ছোড়ে। পাঁচজন গেলে চারজন মারা যায়, একজন বেঁচে থাকে।”
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, স্থানীয়রা ছোট গাড়িতে আহতদের সরিয়ে নিচ্ছেন। এক মাকে বলতে শোনা যায়—“আমার সব সন্তানকে হারিয়েছি।”
গাজার অন্যান্য অঞ্চলও রেহাই পায়নি। পশ্চিমাংশের শাতি শরণার্থী শিবির, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তল আল-হাওয়া, নাসর জেলার ল্যাভাল টাওয়ার ও আশপাশের বাড়ি, এবং মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে বিমান হামলায় আরও বহু মানুষ হতাহত হয়েছেন। বুরেইজে নিহতদের মধ্যে চারজন শিশু রয়েছে।
জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএর একটি ক্লিনিকের কাছেও হামলার ঘটনা ঘটে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার তথ্য অনুযায়ী, কেবল রবিবার ভোর থেকে অন্তত ৬৮ জন নিহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব বলছে, গত অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে অন্তত ৬৫ হাজার ২৮৩ জন নিহত এবং ১ লাখ ৬৬ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। শুধু গত ২৪ ঘণ্টায় ক্ষুধা ও অবরোধজনিত দুর্ভিক্ষে মারা গেছেন আরও চারজন, যার মধ্যে শিশুর সংখ্যাই সবচেয়ে বেশি। এ নিয়ে এ ধরনের মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪৪০।
আন্তর্জাতিক সমালোচনা উপেক্ষা করেই ইসরায়েল গাজা সিটিতে অভিযান চালিয়ে যাচ্ছে। সেনাদের হিসাব অনুযায়ী, সেপ্টেম্বরের শুরু থেকে সেখান থেকে ৪ লাখ ৫০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তবে স্থানীয় কর্তৃপক্ষ বলছে, প্রকৃত সংখ্যা অনেক কম—৩ লাখের নিচে। এখনো প্রায় ৯ লাখ বাসিন্দা গাজা সিটিতে রয়ে গেছেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...