22 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

কেন আর গাইবেন না তাহসান

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান হঠাৎ করেই মঞ্চ থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন। বর্তমানে অস্ট্রেলিয়া সফরে থাকা এ শিল্পী ২৫ বছরের সংগীতজীবনের বিশেষ মুহূর্ত উদ্‌যাপনের অংশ হিসেবে দেশটির পাঁচ শহরে কনসার্ট করার কথা থাকলেও এক আয়োজনে তিনি ভক্তদের অবাক করে দিয়ে বলেন— “এটাই আমার শেষ কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলব। মেয়ে বড় হচ্ছে, এখন কি স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে?”

 

তিনি আরও জানান, এরই মধ্যে সব সামাজিকমাধ্যমের অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করেছেন।
এর আগে অভিনয় থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন তাহসান। গত বছর এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “আমি ২০ বছর ধরে অভিনয়ে আছি। কখনো কখনো নিজেকেই বিরতি নিতে হয়। কাজ যদি একঘেয়ে হয়ে যায় বা মানসম্পন্ন না হয়, তখন থেমে যাওয়া জরুরি।”
অভিনয় ও সংগীত—দুই ক্ষেত্র থেকেই ধীরে ধীরে সরে আসার কারন উল্লেখ করেছেন  তাহসান। ইতিমধ্যে  তার কণ্ঠনালিতে হেটেরোটোপিয়া নামের একটি জটিলতা ধরা পড়েছে, যা গলার কাঠামো পরিবর্তন করে এবং গাওয়ার সক্ষমতা কমিয়ে দেয়। এই সমস্যা ২০১৮ সাল থেকেই তাকে ভোগাচ্ছে। তখনই তিনি ভক্তদের সতর্ক করেছিলেন, ভবিষ্যতে হয়তো কনসার্ট কমিয়ে দিতে হবে।
তাহসানের সংগীতযাত্রা শুরু হয়েছিল জনপ্রিয় ব্যান্ড ‘ব্ল্যাক’–এর মাধ্যমে। পরে একক শিল্পী হিসেবে এবং ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’ ব্যান্ডে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে তিনি ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’–এর হয়ে দেশ-বিদেশে পারফর্ম করছিলেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...