| Your Ads Here 100x100 |
|---|
বজ্রপাতের আগুনে দুইটি বসত বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই লক্ষ টাকা। মুন্সিগঞ্জ সদর উপজেলার ব্জ্রযোগনী ইউনিয়নের মালপাড়া গ্রামের বারেক শেখের ছেলে জালাল শেখের বাড়ি । আজ ২২শে সেপ্টেম্বর সোমবার সকাল ৫ টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার প্রত্যক্ষদর্শী সানাউল্লাহ শেখ জানান তিনি সকালে মসজিদ থেকে হঠাৎ করে বজ্রপাতের শব্দ পান এরপরে তিনি দেখতে পান বারেক শেখের ছেলে জালাল শেখের ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে । সানাউল্লা শেখ দ্রুত মসজিদের মাইক থেকে আগুন লাগার খবর দেন এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এদিকে ফায়ার সার্ভিসে খবর দিলে মুন্সিগঞ্জ সদর ফায়ার স্টেশন এর স্টেশন অফিসার আব্দুর রাকিবের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছলে তারা আগুন সম্পূর্ণভাবে নিভানো দেখতে পান। উল্লেখ্য জালাল শেখ ও তার পরিবারের কোন সদস্যই ঐদিন বাড়িতে ছিলেন না।
মোঃ শফিকুল ইসলাম ভূঞা, মুন্সিগঞ্জ

