20 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫

কুড়িগ্রামে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ৩ মাদক কারবারীকে জেল ও জরিমানা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় “ভ্রাম্যমান আদালতে ৩ মাদক কারবারীকে কারাদন্ড ও আর্থিক জরিমানা করা হয়েছে।

রোববার (২১শে সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে, এ ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক আদালত বসিয়ে এ কারাদন্ড প্রদান করেন বলে জানা যায়।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে, চিলমারী মডেল থানার একদল পুলিশ সদস্য অভিযান চালিয়ে জোড়গাছ খরখরিয়া এলাকার মৃত আব্দুল শেখের ছেলে আব্দুল মালেক (৪১), জোড়গাছ নালারপাড় এলাকার আবুল কাশেমের ছেলে শাহ আলম (৪২) ও করাই বরিশাল এলাকার মৃত ধনিয়া জোড়দারের ছেলে দুদু জোরদার (৫৫) কে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের দায়ে আটক করা হয়েছে।

পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সবুজ কুমার বসাক ঘটনাস্থলে উপস্থিত হয়ে, আদালত বসিয়ে তাদেরকে কারাদন্ড প্রদান করেন।

এ সময় তাদের প্রত্যেককে ১ মাসের কারাদন্ড ও ৫’শ টাকা অর্থদন্ড করা হয়েছে বলে জানা গেছে। অভিযানের সময় মাদক সেবনের সকল সামগ্রী জব্দ করা হয়েছে।

এ বিষয়ে চিলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুল ইসলাম বলেন, সাজা প্রাপ্তদের সোমবার (২২শে সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

- Advertisement -spot_img
সর্বশেষ

সহকারী প্রকৌশলী থেকে শতকোটির মালিক! গণপূর্তে বদরুল আলম খানের উত্থানের রহস্য

গণপূর্ত অধিদপ্তরের সাভার সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে দীর্ঘদিনের দুর্নীতি, অনিয়ম...