| Your Ads Here 100x100 |
|---|
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় ভেজাল সার জব্দ করে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার রাতে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের দাফাদার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, ইউনিটি ক্রপ কেয়ার লি. কোম্পানি ‘ইউনিবোর’ নামের বোরিক অ্যাসিড (বোরন–১৭ শতাংশ) সার বাজারজাত করছে। তবে এই সারে ঘোষিত পরিমাণ বোরন নেই। ফলে কৃষকরা প্রতারিত হচ্ছেন। দাফাদার মোড় এলাকার ব্যবসায়ী রফিকুল ইসলাম নয়নের দোকানে এ ভেজাল সার বিক্রি হচ্ছিল। ভ্রাম্যমাণ আদালত তার ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম ওজনের মোট ২৫৭ প্যাকেট সার জব্দ করে। পরে সেগুলো মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়। ভেজাল সার বিক্রির অপরাধে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ভূরুঙ্গামারী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সারোয়ার তৌহিদ, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রায়হান নবী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম এবং থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
ভূরুঙ্গামারী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, “মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের পরীক্ষায় দেখা গেছে, ইউনিটি ক্রপ কেয়ার লি. কোম্পানির ‘ইউনিবোর’ নামের সারের প্যাকেটে যে পরিমাণ বোরন থাকার কথা ছিল, তা পাওয়া যায়নি। এটি ভেজাল সার। কৃষকরা এ সার কিনে প্রতারিত হচ্ছেন।”
ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপ জন মিত্র বলেন, “সার ব্যবস্থাপনা আইনে ভেজাল বোরন সার বিক্রির অপরাধে দাফাদার মোড় এলাকার এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কৃষির উন্নয়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

