| Your Ads Here 100x100 |
|---|
খবরের দেশ ডেস্ক :
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় ডিম নিক্ষেপের শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। বিমানবন্দর এলাকায় তিনি বের যখন হচ্ছিলেন তখন সেই ঘটনা ঘটে।
জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিএনপি ও জামায়াত নেতাদের সঙ্গে বের হওয়ার সময় আখতার হোসেন ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা একটি ছোট আওয়ামী লীগ সমর্থক দলের মুখোমুখি হন। গাড়িতে ওঠার মুহূর্তে তাদের দিকে স্লোগান ছুঁড়ে দেওয়া হয় এবং আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন নিউইয়র্কে আওয়ামী লীগ সমর্থকদের হামলার মুখে পড়েছেন।
রবিবার স্থানীয় সময় জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিএনপি ও জামায়াত নেতাদের সঙ্গে বের হওয়ার পর আখতার হোসেন ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারার গাড়ির সামনে একদল আওয়ামী লীগ সমর্থক অবস্থান নেয়। তারা স্লোগান দিতে থাকে এবং একপর্যায়ে আখতার হোসেনের দিকে ডিম ছোড়া হয়।
পরে নিউইয়র্কের এক হোটেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আখতার হোসেন। তিনি বলেন, “বাংলাদেশে যে ভয় দেখানোর রাজনীতি আওয়ামী লীগ করেছে, বিদেশেও তারা সেটিরই পুনরাবৃত্তি করছে। কিন্তু এতে আমরা বিচলিত হব না। জনগণ ইতোমধ্যে সাহসিকতার সঙ্গে আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তাদের ঐক্যবদ্ধ প্রতিরোধে আওয়ামী লীগ আর কখনো ক্ষমতায় ফিরতে পারবে না।”
ডা. তাসনিম জারা বলেন, “এটি কেবল আক্রমণ নয়, বরং রাজনীতিতে নারীদের বিরুদ্ধে বৈরিতারই বহিঃপ্রকাশ। আমরা দেখেছি আন্দোলনের সময় নারীরা সামনের সারিতে থাকলে আওয়ামী লীগ কীভাবে তাদের টার্গেট করেছে। আজ তারই প্রতিফলন ঘটেছে প্রবাসে।”
তিনি আরও বলেন, “এই হামলা আমাদের পথ রোধ করতে পারবে না। আরও মানুষ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে, আর জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। আখতার হোসেনকে লক্ষ্য করে এ হামলা আসলে ফ্যাসিবাদ-বিরোধী সংগ্রামকেই স্তব্ধ করার চেষ্টা।”

