21.8 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

নিউইয়র্কে ডিম নিক্ষেপ করে গ্রেপ্তার হওয়া কে সেই মিজানুর রহমান

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ডিম নিক্ষেপের ঘটনায় একজন আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করেছে নিউইয়র্কের পুলিশ।

গ্রেপ্তারকৃতের নাম মিজানুর রহমান চৌধুরী। স্থানীয় সময় সোমবার রাতে জ্যাকসন হাইটস এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, আরও কয়েকজনকে খুঁজছে এবং তাদের বাসায় তল্লাশিও চালানো হয়েছে।

স্থানীয় সময় সোমবার বিকেল ৩টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও প্রতিনিধি দল নিউইয়র্কে পৌঁছান। তারা বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনাল থেকে বের হওয়ার সময় বাইরে অবস্থানরত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কর্মীরা বিক্ষোভ শুরু করেন এবং আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন।

ঘটনার প্রায় ছয় ঘণ্টা পর জ্যাকসন হাইটসে অভিযান চালিয়ে মিজানুর রহমান চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রধান উপদেষ্টার আগমনে দুপুর থেকেই জেএফকে বিমানবন্দরে মুখোমুখি অবস্থান নেয় যুক্তরাষ্ট্র বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিএনপি নেতাকর্মীরা মুহাম্মদ ইউনূস ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্বাগত জানাতে সমাবেশ করে। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থকরা পাল্টা বিক্ষোভে অংশ নেয়।

ব্যানার, ফেস্টুন ও স্লোগানে সরগরম হয়ে ওঠে পুরো বিমানবন্দর এলাকা । তখন উভয় পক্ষের কর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করে।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...